চট্টগ্রাম: উইন্ডোজ মাল্টিমিডিয়ায় উঠতি পাঁচ মডেল রিশাদ,সাদ্দাম, এনামুল, ফুরকান ও আবু তায়েব। গ্রুমিংয়ের পাশাপাশি মিডিয়ায় একটা ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এরা উইন্ডোজ মাল্টিমিডিয়ার সাথে সংযুক্ত। এরা সবাই মিডিয়ার এক দম নতুন মুখ। ‘প্রাণ-আরএফএল’ এর টেলিভিশন কমার্শিয়াল (টিভি) বিজ্ঞাপনের তারা অংশ নিয়েছে। এর মাধ্যমে তারা কাজের সুযোগ পেল অভিনেতা ফেরদৌস আহমেদের সাথে।
এর আগে ২০১৯ সালে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক আয়োজিত বড় বাজেটের এক অনুষ্ঠানে উইন্ডোজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা আরফাত উল হকের কোরিওগ্রাফিতে হেঁটেছিলেন ফেরদৌস।
‘প্রাণ-আরএফএল’ এর বিজ্ঞাপনে কাজ করতে পেরে অনেক খুশি এ পাঁচ নতুন মুখ।
প্রেস বার্তাসি/সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন