ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৬ জুলাই) পঞ্চম দিনের মত আইসোলেশনে ছিলেন। তিনি প্রায় সেরে উঠেছেন।
করোনা ভাইরাসরে সব উপসর্গ চলে গেছে বলে জানিয়েছেন তার ডাক্তার ‘ও কন্নর’। তিনি বলেন, ‘তার করোনার উপসর্গ প্রায় সম্পূর্ণভাবে চলে গেছে। এন্টি ভাইরাল ঔষধ পেক্সলোভিডের পাঁচ দিনের কোর্স তিনি শেষ করেছেন।’
ও কন্নর আরো বলেন, ‘করোনার রেজাল্ট নেগেটিভ আসলেই তার আইসোলেশন শেষ হবে।’
ডাক্তার ও কন্নর বলেন, ‘জিমে পুনরায় শারিরীক ব্যায়াম শুরুর জন্য তিনি যথেষ্ট ভাল বোধ করছেন। কারণ বাইডেন ব্যায়াম শুরু করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে।
সুস্থ অবস্থায় বাইডেন প্রতি সকালেই মর্নিং ওয়াকে বেরিয়ে যেতেন। এ ছাড়া সপ্তাহান্তে তার নিজ বাড়ি দিলওয়ারে তিনি সাইকেলও চালাতেন।
উল্লেখ্য, গত সপ্তাহে বাইডেনের শরীরে করোনা পজিটিভ শনাক্তের ঘোষণা দেয়া হয়। এর পর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।
করোনার কারণে তার অভ্যন্তরীণ ভ্রমণ পরিকল্পনা বাতিল ও হোয়াইট হাউসে তার কর্মঘন্টা কমিয়ে আনা হয়। তবে হোয়াইট হাউসের স্টাফদের দাবি, তিনি পূর্ণ সময়ই তার দায়িত্ব পালন করেছেন।
আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই তিনি সরাসরি কাজে ফিরবেন। করোনা আক্রান্তের এ সময়ে তিনি সব কাজ ভার্চুয়ালি চালিয়ে যাচ্ছেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন