শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

প্রেমিকা নিয়ে স্বামীর নেপাল ভ্রমণ ঠেকাতে স্ত্রীর ‘বোমা গুজব’

শনিবার, জুলাই ১২, ২০২৫

প্রিন্ট করুন

স্বামী প্রেমিকা নিয়ে পালিয়ে যাচ্ছিল কাঠমান্ডুতে। তার যাওয়া ঠেকাতে বিমানে বোমা আছে মিথ্যা তথ্য দিয়েছিল স্ত্রী। আর তাতেই সৃষ্টি হয় তোলপাড়। তবে শেষ রক্ষা হয়নি। স্বামী প্রেমিকা নিয়ে চলে যায় কাঠমান্ডুতে।

এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল।

শনিবার (১২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তিনি জানান, গত ১১ জুলাই বিকেলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে এক মহিলা কণ্ঠ জানায়, ‘ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা জাতীয় বস্তু থাকতে পারে’। সে অনুযায়ী উড়োজাহাজটি থামিয়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি।

পরবর্তীতে ফোনকল ট্র্যাক করে ০১৬২৩৬৯৬২৮২ নম্বরটির সূত্র ধরে দক্ষিণখান ও উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ইমনের স্ত্রী তাহমিনা, ইমনের মা ও ইমরান নামে আরও একজনকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনা কারণে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গুরুতর অপরাধ।

র‍্যাব জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন