নিউইয়র্ক:: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসী এ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেন। এতে মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত দলীয় নেতা-কর্মীসহ এলাকবাসীর মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ প্রথম প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকীতে দল মত নির্বিশেষে জ্যাকসন হাইটস এলাকাবসীর উদ্যোগে পালিত হল এ কর্মসূচি। যা জ্যাকসন হাইটস এলাকাবাসীসহ সিটির সব মহলের প্রশংসা অর্জন করেছে। নিউইয়র্ক জ্যাকসন হাইটসে বিভিন্ন দল ও মতের মানুষের সম্মিলন ঘটছে প্রতিনিয়ত। আর এর মধ্য দিয়ে বিভিন্ন দল ও মতের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বর্তমান কমিটি।
দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন সাকিল মিয়া ও মোহাম্মদ আলম নমী। এর সাথে আরো সম্পৃক্ত ছিলেন এরশাদ মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আসেফ বারী টুটুল, সদস্য সচিব ওয়াসিম খন্দকার, প্রধান সমন্বয়কারী গিয়াস মজুমদার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সেক্রেটারী আবু তালেব চৌধুরী প্রমুখ।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন