ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর শাহ মোহাম্মদ রাজন (২৮) হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালতের বিচারক) অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
এছাড়া আলামত নষ্টের অভিযোগে আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ সময় আসামিদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুখালী উপজেলার মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ, মো. আছাদ শেখ (পলাতক) ও মো. ইলিয়াস মৃধা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ মার্চ বিকাল থেকে নিখোঁজ ছিলেন মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা রাজন। ওইদিন বিকালে আসামিরা রাজনের মোটরসাইকেলটি মধুমতি নদীতে ফেলে দেয়।পরে কুড়ানিয়া চর এলাকার সিদ্দিক মাস্টারের বাগানে নিয়ে রাজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং লাশটি বাগানের ভেতর থাকা পুকুর পাড়ের পূর্ব দিকে মাটি চাপা দিয়ে রাখে। রাজন নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসাবে আরমানকে গ্রেফতার করে।আরমানের দেওয়া তথ্যমতে ২০১৪ সালের ২ এপ্রিল মাটিচাপা দেওয়া রাজনের লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর ৩ এপ্রিল রাজনের মা জোসনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের পিপি মো. রকিবুল ইসলাম বি্শ্বাস বলেন, এ রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন