সিএন প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে ফাঁস হওয়া সরকারি নথিতে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের চিত্র পাওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সরকার। দুই দেশের দাবি, ফাঁস হওয়ার পর এই নথির তথ্য পরিবর্তন করা হয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের খবরে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সরকারবিরোধীরা। নথি এমন সময় ফাঁস হলো, যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ফাঁস হওয়া পেন্টাগনের গোপন রিপোর্টে পরিষ্কার বোঝা যায়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর গোয়েন্দা নজরদারি করছে। রিপোর্টে ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন এবং যুক্তরাষ্ট্রের অন্য কটি মিত্র দেশের প্রসঙ্গও রয়েছে। রিপোর্টটি ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক চাপে পড়তে পারে।
দক্ষিণ কোরিয়া বলছে, ফাঁস হওয়া রিপোর্টের বিষয়গুলো তারা তদন্ত করছে, কিন্তু একই সঙ্গে সিউল জোর দিয়ে বলছে প্রেসিডেন্টের অফিসের ভেতর হওয়া ব্যক্তিগত আলাপে আড়িপাতা অসম্ভব।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন