নিউইয়র্ক:
ফাইজারের তৈরি করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিড কিনতে ৫৩০ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র সরকার।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ওই চুক্তির আওতায় ওষুধ কোম্পানিটি সরকারকে ওই পিলের এক কোটি কোর্স সরবরাহ করবে।
রয়টার্সের তথ্য মতে , এর আগে মার্ক অ্যান্ড কো ইংকের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার যে চুক্তি করেছিল, মূল্যের আকারে এই চুক্তি প্রায় দ্বিগুণ। তবে ফাইজারের পিলের দাম অনেক কম। এক কোর্সের দাম পড়বে প্রায় ৫৩০ ডলার, যেখানে মার্কের এক ডোজের দাম ছিল ৭০০ ডলার।
ফাইজার জানায়, তাদের তৈরি অ্যান্টিইরাল পিল প্যাক্সলোভিড ক্লিনিক্যাল ট্রায়ালে (পরীক্ষামূলক প্রয়োগ) রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে প্রমাণ মিলেছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন