গাজা, ফিলিস্তিন: মূলত ফিলিস্তিনকে কোণঠাসা করতে ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্য সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের এ উদ্দেশ্যের কথা জানায়। খবর পার্সটুডের।
হামাসের গণ মাধ্যমবিষয়ক প্রধান উপদেষ্টা তাহির আল-নুনু বলেছেন, ‘ইসরাইলকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাই গ্রহণ করা হোক না কেন, তা ব্যর্থ হবে ও অবৈধ এ রাষ্ট্রের পতন হবে।’
রোববার (২৬ জুন) গাজায় এক বক্তব্যে তিনি আরো বলেন, ‘পুরো ফিলিস্তিনি ভূখণ্ড এর নাগরিকদের সম্পদ ও এখানকার এক টুকরো জমিও দখলদার ইসরাইলের নয়। কাজেই ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায়সংগত অধিকার আদায় করে ছাড়বে।’
জো বাইডেন জুলাইয়ের শুরুর দিকে ইসরাইল ও সৌদি আরব সফর করবেন বলে কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশকে নিয়ে ‘ইরানবিরোধী সামরিক জোট’ গঠনের দাবি জানানোর পর বাইডেনের এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফরে ইসরাইলকে আরব দেশগুলোর আরো কাছে আনার একটি ‘কৌশলগত সুযোগ’ সৃষ্টি হবে বলে পশ্চিমা গণ মাধ্যমগুলো জানিয়েছে।
এ নিয়ে তাহির আল নুনু বলেন, ‘কিছু আরব দেশ ইসরাইলের সাথে সামরিক সহযোগিতা শক্তিশালী করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার ফলে ফিলিস্তিন স্বাধীন করার প্রতিরোধ আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।’
২০২০ সালের আগস্টে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয় ইসরাইল। এরপর সুদান ও মরক্কো তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার এ প্রক্রিয়াকে স্বাগত জানায় সৌদি আরব। ধারণা করা হচ্ছে, পরবর্তী যে আরব দেশটি তেল আবিবের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, সেটি সৌদি আরব।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন