শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

ফিলিস্তিনিদের জন্য শোক পালন করছে মার্কিন দূতাবাস!

শনিবার, অক্টোবর ২১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর দখলদার ইসরায়েল বাহিনীর বর্বোরচিত হামলার প্রতিবাদে বিশ্বনেতারা যখন নিন্দার ঝড় তুলছেন, তখন বিপরীত অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে সরাসরি সমর্থন ও সহযোগিতার কথা জানিয়েছেন। কিন্তু দেশটিরই দূতাবাস হয়েও ঢাকার মার্কিন দূতাবাসের বিপরীত অবস্থান দেখা গেল। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনে একাত্মতা জানিয়ে যুক্তরাষ্ট্রের পতাকাও অর্ধনমিত রেখেছে তারা।

শনিবার যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছে মার্কিন দূতাবাস। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য আজ মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বাংলাদেশ সরকারের এই ঘোষণার পরপর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, প্রত্যেক নিরপরাধের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আমরা এই সংঘাতে নিহত প্রত্যেক ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন