সিএন প্রতিবেদন: ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুর বর্বরতা থেকে রক্ষার জন্য অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ফিলিস্তিন বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে আজ তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটি একটি চলমান গণহত্যা। এই মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সব সময় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে রয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত—ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা।”
গাজা পুনর্গঠনে আরব উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠনের যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে প্রতিরোধ করার আহ্বান জানান।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে তিন দিনব্যাপী মন্ত্রীপর্যায়ের এই সম্মেলনের আয়োজন করা হয়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন