শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফিলিস্তিনি সমস্যার ন্যায়সংগত সমাধান জরুরি

শনিবার, অক্টোবর ২১, ২০২৩

প্রিন্ট করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ কার্যত একটি যুদ্ধে রূপ নিয়েছে। সম্প্রতি কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরাইলের ভেতরে হামলা চালায় হামাস। জবাবে পালটা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী। শুধু তা-ই নয়, হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। ক্রমাগত বিমান হামলায় ইতোমধ্যেই গাজার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে।

প্রাণ হারিয়েছে শত শত নিরীহ মানুষ। বস্তুত আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড। সবচেয়ে দুর্ভাগ্যজনক, এ সংঘাত থামানোর উদ্যোগ নেওয়ার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ বরাবরের মতোই ইসরাইলের পক্ষ নিয়েছে। শুধু পক্ষ নেওয়া নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন সামরিক সরঞ্জামবাহী জাহাজ ইসরাইলের পথে রয়েছে বলেও তিনি জানিয়েছেন। কাজেই এটা স্পষ্ট, এ সংঘাত দীর্ঘায়িত হতে যাচ্ছে, যার পরিণাম আরও ধ্বংস, আরও রক্তপাত।

যেহেতু হামাসের এ হামলা ইসরাইলের সঙ্গে যুদ্ধের সূচনা করেছে এবং এর পরিণতিতে ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়বে, সেহেতু সংগঠনটির এ পদক্ষেপকে অনেকে ‘হঠকারী’ বলে অভিহিত করছেন। তবে হামাস বলছে, পবিত্র আল-আকসা মসজিদে উগ্র ইহুদিদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে এ অভিযান চালানো হয়েছে। বস্তুত ফিলিস্তিনিরা যুগের পর যুগ ধরে চরম অবিচারের শিকার। ইসরাইল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে যে দখলদারত্ব কায়েম করেছে, তা রোধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত কিছুই করতে পারেনি। আজ পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য একটি নিজস্ব আবাসভূমি নিশ্চিত করতে পারেনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের একটি রূপরেখা তৈরি করা হলেও এর বাস্তবায়ন হয়নি আজও। এর দায় শুধু ইসরাইল নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও এড়াতে পারে না। আমরা বারবার বলে এসেছি, এ সমস্যার একমাত্র ন্যায়সংগত সমাধান হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় নানা প্রতিশ্রুতি দিয়ে এলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রকারান্তরে ইসরাইলের স্বার্থই রক্ষা করে এসেছে তারা। আমরা মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত যুক্তরাষ্ট্র কঠোর ভূমিকা নিলে ফিলিস্তিন সমস্যার সমাধান কোনো কঠিন বিষয় নয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন