নিজস্ব প্রতিবেদক:কানেকটিকাটে এক ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করায় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সে স্কুলে অজ্ঞান হয়ে পড়ে।
জানা গেছে, সে হার্টফোর্ডের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্পোর্টস অ্যান্ড মেডিকেল সায়েন্স একাডেমিতে ছাত্রটি অজ্ঞান হয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, ফেন্টানিলের অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার কারণে এমনটা হয়েছে। আরও দুই শিক্ষার্থীকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মাদক গ্রহণ করেছে কিনা তা স্পষ্ট নয়।
তারা বলেন, অনুসন্ধানে স্কুলের আশেপাশে সন্দেহভাজন ফেন্টানাইল যুক্ত একাধিক অতিরিক্ত ব্যাগ পাওয়া গেছে
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন