আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে দেশের জন্য ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “সব বাধা-সংশয় ইতিমধ্যেই কেটে গেছে। দীর্ঘ সময় পর এবার আমরা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছরে ফেক ইলেকশন দেখেছি, এবার সেসব পেছনে ফেলে দেশের মানুষ ইতিহাসের অংশ হবেন।”
প্রেস সচিব জানান, নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই গড়ে উঠছে। জামালপুরের হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখা গেছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা শুরু করেছে। তিনি বলেন, নির্বাচনের দুই-তিন সপ্তাহ আগে থেকে প্রার্থীদের নাম ঘোষণা শুরু হলে নির্বাচনী উত্তেজনা আরও তীব্র হবে।
শফিকুল আলম আরও বলেন, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর সনদে সব দলের স্বাক্ষর হবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন