শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

ফেব্রুয়া‌রি‌তে রে‌মিট্যান্স আসলো ১৬ হাজার ৭০ কোটি টাকা

বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: গত মাস ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬ হাজার ৭০ কোটি টাকা। প্রতি ডলার ১০৭ টাকা করে ধরলে তা ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার হয়।

বুধবার (০১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চল‌তি বছ‌রের জানুয়া‌রিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। তবে জানুয়া‌রির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কম আসলেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) আট মাসে মোট ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন