সিএন প্রতিবেদন: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
নির্বাচনে শৃঙ্খলার বিষয়ে সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগই দেয়া হবে না। যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভোট বানচালের চেষ্টা করা হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।’
এর আগে সকালে কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেছিলেন।
তিনি বলেন, ‘কোনো এক কনস্টিটিউয়েন্সি (নির্বাচনী এলাকা) গোলমাল করলে; একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র—পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো। তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেবো। সেই আইনই করছি এখন আমরা।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা উদ্যোগ নেবো, সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নেবো এবং তাদেরও আশ্বস্ত করবো যে, একটা ফেয়ার ইলেকশন আমরা আয়োজন করবো।’
এ সময় নির্বাচনী আইনে সংশোধনের বিভিন্ন অংশ তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন