শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

ফেব্রুয়ারি মাসেই নির্বাচন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: ইসি আনোয়ারুল

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

প্রিন্ট করুন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকারের যত অর্গান সংস্থা সবাই কাজ করছে। পুলিশ এরইমধ্যে বলেছেন নির্বাচন কীভাবে করা যায় তার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনী তাদের অবস্থা সুদৃঢ় করছে।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জের এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ সেন্টারে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন চ্যালেঞ্জসমূহ নিরূপণ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “নির্বাচনে কাজ করার জন্য সাহসিকতা এবং প্রতিশ্রুতি বদ্ধ থাকতে হবে। ৫ আগস্ট মানুষ ছাত্রজনতা সবাই অঙ্গীকারবদ্ধ ছিল তাই এই অভ্যুথান হয়েছে। নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে আপনার নিরাপত্তা অটোমেটিক নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “একটি ভোট কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার হলেন একজন প্রিজাইডিং অফিসার। তার জন্য আপনাকে আইন জানতে হবে। একই সাথে কেন্দ্রের সবাইকে নিয়ে কাজ করতে সেখানে শুধু সিভিল লোক নয়, নিরাপত্তার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার থাকবে, তাদের সবাইকে পরিচালনা করবেন প্রিজাইডিং অফিসার।”

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, “নির্বাচন কমিশন আগের মত না এই কমিশন যে কোনো মূল্য এ নির্বাচন অবাধ সুষ্ঠ করতে অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি বলেন, “সুনামগঞ্জ হাওর অঞ্চল। এখানে অনেক দুর্গম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে বরাদ্দ বেশি দেওয়ার জন্য সুপারিশও করব। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য বিশ্বের সবাই তাকিয়ে আছে আমাদের দেশের দিকে। আমরা এই নির্বাচনকে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া হবে না।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন