শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

ফের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

শুক্রবার, ফেব্রুয়ারী ২, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: খুব শিগগিরই ফের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। বুধবার (৩১ জানুয়ারি) এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

গাজায় ইসরাইয়েলের হামলা বন্ধ ও হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা জোরদার হওয়ার প্রেক্ষিতে ব্লিঙ্কেন এ সফরে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, ‘আগামী কিছু দিনের মধ্যে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যে যাচ্ছেন।

তবে, ব্লিঙ্কেন কবে কখন কোন দেশে যাচ্ছেন, সে সম্পর্কে ওই কর্মকর্তা কিছু বলেন নি।

গেল ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটি হবে ব্লিঙ্কেনের পঞ্চম সফর। প্রত্যেক সফরে ব্লিঙ্কেন ইসরায়েলসহ বিভিন্ন আরব দেশ সফর করেছেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন