শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফোবানা সম্মেলনে নজর কাড়বে বাংলার ‘ঢেঁকি-নৌকা’

শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
ফোবানা সম্মেলন 1

ইফতেখার ইসলাম:

‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’- শীর্ষক স্লোগানকে সামনে রেখে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে উত্তর আমেরিকার প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা ৩৫তম ফোবানা সম্মেলন শুরু হচ্ছে ২৬ নভেম্বর। যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। 
তিনদিন ব্যাপী এই প্রাণেরমেলা বসবে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত ন্যাশনাল হারবারের বিখ্যাত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারকে।
করোনার কঠিন বন্ধ্যত্ব ঘুছিয়ে এ বছর দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৫তম আসর। ইতিমধ্যে শেষ হয়েছে সকল কর্ম পরিকল্পনা।  ৩৫তম ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

এইদিকে এবারের ফোবানা সম্মেলনে গ্রাম বাংলার দেশের আবহমান সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে বাড়তি উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফোবানার চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী। 

তিনি বলেন, ফোবানা সম্মেলনে নর্থ আমেরিকায় বাংলাদেশীদের মিলনমেলা ঘটে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এখন অপেক্ষা কেবল সম্মেলন শুরু। তিনি বলেন, ‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ এই শিরোনামের পাশাপাশি ‘বিশ্ব উঠানে বাংলাদেশ ‘ শীর্ষক শিরোনামে একটি আয়োজন রয়েছে। যেটির মাধ্যম বাংলা মানুষের দীপ্ত ছগানোর চিত্র ফুটিয়ে তোলার ইচ্ছা রয়েছে আমাদের।

জাকারিয়া চৌধুরী বলেন, ফোবানা সম্মেলনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও গৌরবগাঁথা সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের রয়েছে বিশেষ আয়োজন। আমরা এবার গ্রামীণ সমাজের ঢেঁকি, নৌকাসহ মাটির তৈরি বিভিন্ন সামগ্রী রাখছি এই আয়োজনে। তাছাড়া শিল্পীর হাতে তৈরি নানান নানান চিত্রকর্মও স্থান পাবে।

এর আগে গত ১৭ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনরা অংশ নেবেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই ফোবানা সম্মেলনে ফ্যাশন শো, মিস ফোবানা ম্যাগাজিন, বিজনেস লাঞ্চ, বইমেলা, মিউজিক আইডল, ড্যান্স আইডল, সেমিনার, ইয়ুথ ফোরাম, ইন্টারফেইথ ডায়ালগ সহ নানান ইভেন্টের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের দুই শীর্ষ নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং ওয়ার্দা রিহ্যাব অংশ নেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পী সাবিনা ইয়াসমিন, নগর বাউল জেমস, তাহসান খান, হৃদয় খান, শফি মন্ডল, লায়লাসহ জনপ্রিয় শিল্পীদেরকে আমন্ত্রন জানানো হয়েছে। বৃহত্তর ওয়াশিংটন ও উত্তর আমেরিকার একঝাঁক শীর্ষস্থানীয় শিল্পী ৩৫তম ফোবানা সম্মেলনে অংশ নেবেন।

এবারের সম্মেলনে বিভিন্ন সেমিনার থাকছে। বাংলাদেশের বন্যা, ট্রাফিক, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিপিং, সেমি কন্ডাক্টর ও নেনো টেকনোলজি, ভার্চুয়াল ল্যাব, শিক্ষা, ইনফরমেশন টেকনোলজী ইত্যাদি নানা বিষয়ে প্রায় ১২টি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে উত্তর আমেরিকা সহ বাংলাদেশের বিজ্ঞজন বিশিষ্টজনেরা অংশ নেবে।

আয়োজকরা আরো জানান, ৩৫তম ফোবানা সম্মেলনের স্থানে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো উইটসি ২০২১। এই প্রথমবারের মত অনুষ্ঠিত এই ট্রেড শোতে সারাবিশ্ব থেকে ব্যবসায়ীরা অংশ নেবে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পাবেন। ২৭ নভেম্বর শনিবার বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ অনুষ্ঠিত হবে। এই বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে দেশের ও প্রবাসের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের একটি ছোট অডিটরিয়ামে অত্যন্ত ছোট পরিসরে ফোবানার জন্ম হয়েছিল। গত ৩৫ বছর ধরে এই সংগঠনটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশিদের মিলনমেলার আয়োজন করে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন