ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত রাস্তায় সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে ৪৪ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ওই ব্যক্তি নিজেকে ভিনগ্রহের বলে দাবি করেছেন। বুধবার (৮ মার্চ) এ ঘটনা ঘটে।
এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানান, ওর্থ এভিনিউয়ের ২০০ ব্লকে এক ব্যক্তি তার দোকানের পাশ দিয়ে নগ্ন অবস্থায় হাঁটছেন। এর পর পুলিশ ঘটনাস্থলে এলে ওই ব্যক্তিকে দেখতে পান।
ওই ব্যক্তি পুলিশকে বলেন, তার কাপড় কোথায় তিনি তা জানেন না এবং তিনি তার নাম ও জন্মতারিখ পুলিশকে জানাতে অসম্মতি জানান। এর পর অভিযুক্ত ব্যক্তিকে পাম বিচ পুলিশ ডিপার্টমেন্টে জেরার জন্য নিয়ে আসেন।
তিনি দাবি করেন, তার কোন আইডি নম্বর নেই। অবশ্য পরে ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম জন স্মিথ।
স্মিথ দক্ষিণ পাম বিচের বাসিন্দা। অবশ্য কেন তিনি এ কাণ্ড ঘটিয়েছেন, তার কারণ জানতে পারেনি পুলিশ।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, স্মিথের বিরুদ্ধে অশ্লীলতা, উচ্ছৃঙ্খল আচরণ ও গ্রেফতারে বাধার অভিযোগ আনা হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন