চট্টগ্রাম: মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র ‘একুশ’ শুক্রবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আয়োজন করেছিল ‘শিখা চিরন্তন’ শিরোনামে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসাইন কবির। রণধীর দের সম্পাদায় ও অনির্বাণ চৌধুরীর নির্দেশনায় একুশের সদস্যদের পরিবেশনায় উদ্বোধনী প্রযোজনা ছিল ‘শিখা চিরন্তন’। পুরো আয়োজনে ছিল কথামালা, আবৃত্তি, গান, বৃন্দ আবৃত্তি ও একুশ পরিচালিত কর্মশালার তৃতীয় ও চতুর্থ আবর্তনের সনদ প্রদান।
একুশ সভাপতি শ্যামল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও শিশুসাহিত্যিক আ ফ ম. মোদাচ্ছের আলী ও আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন একুশ সহ-সভাপতি সজল দাশ ও পরিচালনায় ছিলেন একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী।
আয়োজনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, শৈশব বাচিক চর্চাকেন্দ্র, উচ্চারক শিশু কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্রের শিশু বিভাগের সদস্যরা; কবিতা পাঠ করেন কবি কমলেশ দাশগুপ্ত, সেলিনা শেলী ও মো. মোস্তাফিজুর রহমান; ছড়া পাঠ করেন ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহেবুব ও শেলীনা আক্তার খানম; একক সংগীত পরিবেশন করেন একুশ সদস্য নীরব দাশ।
একুশ সদস্যদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অনামিকা চৌধুরী, টুটুল দেবনাথ, জয় চন্দ্র বিশ্বাস, পলি রাণী দেবী, প্রতীক বড়ুয়া, উদিতা ভট্টাচার্য্য, অনুকা গুহ, অর্পিতা মজুমদার, মো. মোহাই মেনুল, এ্যানি বিশ্বাস, আফরোজা শাবরিন প্রিয়া, মো. সালাউদ্দিন, মামুন খান রাহি, অমিত চক্রবর্ত্তী, শ্রাবন্তী দাশ, তীর্থ নন্দী, সৈয়দ আবদুল মাবুদ, পূজা দাশ, লিয়াকত হোসেন লিমন, অনিন্দ্য সিকদার, নিলয় রঞ্জন চৌধুরী, উম্মে হাবিবা ইমা, কৃপাময়ী গুহ, নিবেদিতা দেব তাথৈ, সৌগত বিশ্বাস আদি, অস্মি মিত্র ও রশ্নি মুখার্জী।
আয়োজনে একুশ পরিচালিত প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও মানবিকতায় প্রবুদ্ধকরণ কর্মশালার তৃতীয় ও চতুর্থ আবর্তনের প্রশিক্ষণার্থীদেরকে সনদ দেয়া হয়। এর সঞ্চালনা করেন একুশের সহ-অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক আবৃত্তি শিল্পী রেনিয়া চৌধুরী।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন