চলমান ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ এবং ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১’ শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর বুধবার। ওই দিন সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
টুর্নামেন্ট উপলক্ষে রোববার (২৮ নভেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক জানান, আগামী ১-১০ ডিসেম্বর পর্যন্ত সিনিয়র ও জুনিয়র বিভাগে আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে।
তিনি আরো জানান, সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, জাম্বিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে ইভেন্টে অনুষ্ঠিত হবে। আসরে মোট প্রতিযোগীর সংখ্যা ৩৩৭ জন। বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও দশজন মহিলা শাটলার অংশ নেবেন। টুর্নামেন্টের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লক্ষ টাকা।
আবদুল মালেক আরো জানান, ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১ এ ১৫ হাজার ইউএস ডলার এবং ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১’ এ ৫ হাজার ইউএস ডলার প্রাইজ মানি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি কেএম শহিদুল্লাহ, ফয়সাল হায়দার, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল প্রমুখ।
চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন