শুক্রবার, ০১ আগষ্ট ২০২৫

শিরোনাম

বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা কি বিপজ্জনক?

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

প্রিন্ট করুন
বজ্রপাত

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাত অন্যতম একটি ভয়াবহ ঘটনা। বিশেষ করে বর্ষাকাল বা কালবৈশাখী ঝড়ের সময় আকাশে বিদ্যুতের ঝলকানি ও বজ্রধ্বনি আমাদের আতঙ্কিত করে তোলে। এমন অবস্থায় অনেকেই সতর্কতা হিসেবে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেন। তাদের বিশ্বাস—বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে সেটা বিদ্যুৎ আকর্ষণ করে, ফোনে বিস্ফোরণ ঘটতে পারে কিংবা বাড়িতে বজ্রপাত হতে পারে।

তবে এসব ধারণার পেছনে কতটা বাস্তবতা আছে? বিজ্ঞান এ বিষয়ে কী বলে? চলুন জেনে নেওয়া যাক বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহারের সত্যতা ও ভুল ধারণা সম্পর্কে।

বজ্রপাত কি ফোনে আঘাত হানতে পারে?

বজ্রপাত

সাধারণভাবে বলা হয়, মোবাইল ফোনে থাকা রেডিও তরঙ্গ বজ্রপাতকে টেনে আনে। ধারণা করা হয়, ফোনের মাধ্যমে বিদ্যুৎ আপনার শরীরে বা ঘরে প্রবেশ করতে পারে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায়, মোবাইল ফোন সিগন্যালের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ও ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে। এই তরঙ্গগুলো বিদ্যুৎ পরিবাহী নয় এবং বজ্রপাতের শক্তিকে পরিবহন করতে পারে না। অর্থাৎ বজ্রপাত সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে আঘাত হানতে পারে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ঘরের ভেতরে বসে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করায় তেমন ঝুঁকি নেই।

তবুও ঝুঁকি কোথায়?

তবুও ঝুঁকি কোথায়?

যদিও মোবাইল ফোন নিজে বজ্রপাত আকর্ষণ করে না, তবে যদি আপনি বজ্রপাতের সময় খোলা মাঠে, খালি জায়গায় বা উঁচু ভবনের ছাদে ফোনে কথা বলেন, তাহলে আপনি ঝুঁকির মধ্যে থাকবেন। কারণ, বজ্রপাত সাধারণত যেসব বস্তু মাটির চেয়ে বেশি উচ্চতায় থাকে, সেগুলোতেই বেশি আঘাত হানে। যদি সেই সময় আপনি ফোন ব্যবহার করেন, তাহলে ফোন নয়—আপনার অবস্থান বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

অন্যদিকে, তারযুক্ত ল্যান্ডফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, বজ্রপাত বৈদ্যুতিক লাইন বা টেলিফোন লাইনের মাধ্যমে ঘরে ঢুকে ব্যবহারকারীর শরীরে প্রবাহিত হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞদের পরামর্শ

আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, মোবাইল ফোন সিগন্যালের জন্য রেডিও তরঙ্গ এবং বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ ব্যবহার করে। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে বলি যে এই তরঙ্গগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ কখনই যায় না, অর্থাৎ এই রেডিও তরঙ্গগুলোর মাধ্যমে বিদ্যুৎ কখনই আপনার ফোনে পৌঁছাতে পারে না। তাই বলা যেতে পারে, বজ্রপাত কখনোই মোবাইল ফোনে পৌঁছাতে পারে না এবং বজ্রপাতের কারণে ফোন ব্যবহার করা উচিত নয়। এটা একটা ভ্রমমাত্র।

এমন পরিস্থিতিতে ঝড় বা বজ্রপাতের সময় আপনি সহজেই আপনার ফোন ব্যবহার করতে পারেন।যদি এটি একটি তারযুক্ত টেলিফোন হয়। তবে দুর্ঘটনার কিছু সম্ভাবনা থাকতে পারে। ল্যান্ডফোন বা টেলিভিশন সেটের সঙ্গে যুক্ত ধাতব তার থেকে দূরে থাকুন।

শেষ কথা

বজ্রপাত

বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে বজ্রপাত ঘটবে এটি একটি গুজব এবং বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন ধারণা। তবে সাবধানতা ও সচেতনতা বজায় রাখা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের সময় সবসময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারই পারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন