চলমান ডেস্ক:
গত বছর ভয়াবহ দাবানলে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বিস্তৃর্ণ বনে, আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর দায়ে দোষী সাব্যস্ত ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিরিয়ার সরকার। একইসঙ্গে ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। বুধবার ২০ (অক্টোবর) দোষীদের সাজা ঘোষিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা এসব জানায়। তবে সাজাপ্রাপ্তদের নাম-পরিচয় জানায়নি সিরিয়ার বিচার মন্ত্রণালয়, এবং কীভাবে ও কখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাও বলেনি তারা। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বাইরে ৫ কিশোরসহ আরও ৯ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এবং কিশোরদের দেওয়া হয়েছে ১০ থেকে ১২ বছরের কারাদণ্ড।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ক কোনো প্রতিবেদন না ছাপলেও বনে আগুন দেওয়ার ঘটনায় একটি নিবন্ধ ছেপেছে, যার শিরোনাম হচ্ছে ‘সিরিয়ানদের হৃদয় ভেঙে দেওয়া অপরাধের এক বছর পর’। নিবন্ধে বলা হয়েছে, দাবানল ৪টি প্রদেশের বিস্তৃর্ণ এলাকা পুড়িয়েছে, নষ্ট করেছে ৩২ হাজার একর জমির ফসল, কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আড়াই কোটি ডলারের কাছাকাছি। দাবানলে ৩৭০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, কঠোর এই সাজা গত ১০ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের নির্মমতা দেখা মানবাধিকার কর্মীদেরও স্তম্ভিত করে দিয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন