শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

বন্দরে নিবন্ধন বিহীন যানবাহন/সাইফ পাওয়ারটেককে তিন লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ভিতরে বিভিন্ন টার্মিনালে নিবন্ধন বিহীন যানবাহন রাখার দায়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দর হতে রেজিস্ট্রেশন বিহীন অবৈধ গাড়ি চলাচল রোধকল্পে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এ পদক্ষেপ নেয়া হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দরের ভিতরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে নিবন্ধন বিহীন অন্তত ৬০টি বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। ফলে, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু সাইফ পাওয়ারটেকের দশটি গাড়িকে (ট্রেইলার) রেজিস্ট্রেশন না থাকার কারণে প্রতিটি ৩০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমান করেন।

এ সময় মাহমুদ হাসান অপু উপস্থিত সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্টদেরকে দ্রুত সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন।

অভিযানে বিআরটিএ চট্ট মেট্রো- ১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্ট মেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারি মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা সংক্রান্ত এ যৌথ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

সিএন/আলী

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন