সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বন্দুকধারীর হামলায় নিউ জার্সিতে গুলিবিদ্ধ পুলিশ অফিসার

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
9db2969f7fd310389b2ef01c936ce077 5df058ce6953b

নিজম্ব প্রতিবেদক: বন্দুকধারীর হামলায় নিউইয়র্কের নিউ জার্সিতে এক পুলিশ অফিসার আহত হওয়ার ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিাে ১৪তম অ্যাভিনিউ এবং ১৪তম স্ট্রিটের কাছে ওই অফিসারকে গুলি করা হয়।
পুলিশ জানায়, আহত ওই পুলিশ অফিসারের দেহে বেশ কয়েকটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন