নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বেড়েছে বন্দুক সহিংসতার ঘটনা। এতে শহরের জনগণের ভেতর ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতি থেকে উত্তোরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক এডামস।
স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান তিনি।
এডামস বলেন, “চলতি সপ্তাহে শহরে বেশ কয়েকটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ১১ মাসের বাচ্চাকেও ছেড়ে যায় নি। দুই পুলিশ অফিসারকে মারাত্মকভাবে জখম করেছে। যাদের একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন। আরেকজনও লড়ছেন মৃত্যুর সাথে৷”
তিনি বলেন, “শহরের মানুষ ভয়ে আছে৷ তারা রাস্তায় হাঁটতে আতঙ্ক বোধ করছে । আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। তারা আমাদের উপর আস্থা রেখে নির্বাচিত করেছে। আমাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে। “
এডামস বলেন, “শহরে বন্দুক সহিংসতা মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হবে। কী কী কারণে শহরে বন্দুক সহিংসতা বাড়ছে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি এবং সমস্যাগুলো সমাধানের জন্য পৃথক পৃথক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। “
তিনি বলেন- “আমি ফেডারেল, রাজ্যের আইন প্রণেতা এবং এডভোকেসি সংস্থাগুলোর সাথে বৈঠক করেছি। যে আইনগুলো রয়েছে তা বন্দুক সরবরাহ বন্ধ রাখতে সচেষ্ট কিন্তু হামলাকারীদের শাস্তির আওতায় আনতে এই আইন কার্যকরী নয়। যার জন্য বারবার সমস্যায় পড়তে হচ্ছে। যদি পুলিশ রাস্তা থেকে হাজার হাজার বন্দুক নিয়ে যায় এবং আমরা রাস্তায় বিপজ্জনক অপরাধীদের রাখি তাহলে তা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”
সিটি মেয়র বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আমাদের প্রত্যেককে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এই শহর আপনার আমার সকলের। তাই এটির সুরক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।”
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন