দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাধাগ্রস্ত হয়েছে যোগাযোগব্যবস্থা।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ অবস্থায় পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়েই তিন বোর্ড এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বোর্ডগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কেবল ১০ জুলাইয়ের পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।
মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে জানান, সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা স্থগিতের নির্দিষ্ট কারণ বা পুনঃনির্ধারিত সময়সূচী এখনও জানানো হয়নি।
কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী চলবে।
এদিকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। এদিন দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন