শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

শিরোনাম

বন্যায় প্লাবিত নিউইয়র্ক, ২ জনের মৃত্যু

শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

প্রিন্ট করুন

ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। এতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়াটার্স।

পানিতে ভাসতে দেখা যায় রাস্তায় থাকা সব কিছু। গাড়ি ও অন্যান্য যানবাহন চালাতে বেশ বেগ পেতে হয় চালকদের। বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েন অনেক মানুষ। উরু সমান পানি ডিঙিয়েই জরুরি কাজে বের হন অনেকে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই তৈরি হয়েছে এ দুর্যোগ। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতাও জারি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন