নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ববি প্রক্টর বলেন, “আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম সশরীরে শুরু হবে। এদিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয়ভাবে তাদের ওরিয়েন্টেশন হবে।”
তিনি আরও বলেন, “চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারির পর আর না বাড়ালে অন্যদের ক্লাস কার্যক্রমও সশরীরে শুরু হয়ে যাবে। আর যদি সরকারিভাবে বিধিনিষেধ আরও বাড়ানো হয়, তবে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পরে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, করোনা পরিস্থিতির অবলতি হওয়ায় গত ২২ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও সশরীরে পরীক্ষা, ভাইবা কার্যক্রম, অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
তুহিন/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন