শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

বরিশাল: বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে।
বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক স্মৃতি কলোনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সহযোগিতায় আজ শুক্রবার( ১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতো ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা,কলম,স্কেল,পেন্সিল, রাবার,কাটার এবং ফাইল বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস সংগঠনেরসভাপতি পারভেজ সিকদার বলেন, “আমি অত্যন্ত খুশি এই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে। আমি মনে করি এই সব সুবিধাবঞ্চিত শিশুরা অনেক মেধাবী। এদের সঠিক ভাবে সুযোগ দিতে পারলে এরাই একদিন দেশের উজ্জ্বল ভবিষ্যত হবে। লাভ ফর ফ্রেন্ডস বিগত দিনেও সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ছিল, এখনও তাদের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।”
উক্ত অনুষ্ঠানে লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক  মাহমুদ করিম, প্রফেসর দেলোয়ার হোসেন ,স্বাধীন রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা এস আলম জনি, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক আবুল কালাম।এছাড়া আফিফা তালুকদার, শাবনুর সেরনিয়াবাদ সহ সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।
তুহিন/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন