শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

বরিশালে ৩৮৬ চিকিৎসক নিয়োগ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: চরম চিকিৎসা সংকটে থাকা বরিশাল বিভাগের ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ব্যাচ থেকে ৬ জেলায় ৩৮৬ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য মন্ত্রনালয় এই নিযোগ দেয়। নিয়োগকৃতদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ প্রদান করা হয়েছে। নতুন এই পদায়নের ফলে বরিশাল জেলায় মোট পদের বিপরীতে ৭৬ ভাগ চিকিৎসক পূর্ণ হলো, আর শূন্য পদের সংখ্যা ২৪ ভাগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে- জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সব চিকিৎসকদের পদায়ন করা হয়েছে তাদেরকে স্ব স্ব জেলার সিভিল সার্জনগণ জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পদায়ন করতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন নব নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক পদায়ন করা হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় সর্বোচ্চ ৯৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। ৬৬ জন করে পদায়ন করা হয়েছে পটুয়াখালী ও পিরোজপুর জেলায়। এছাড়া ভোলা জেলায় ৬৪ জন,বরগুনায় ৫৬ এবং ঝালকাঠি জেলায় ৩৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, বরিশাল জেলায় ২২৭ পদের বিপরীতে ১৪১ জন,পটুয়াখালী জেলায় ১৬৯ পদের বিপরীতে ৫৪ জন,ভোলা জেলায় ১৮৭ পদের বিপরীতে ৯০ জন,পিরোজপুরে ১৮৩ পদের বিপরীতে ৭৮ জন,বরগুনায় ১২৫ পদের বিপরীতে ৬৬ জন এবং ঝালকাঠিতে ৮১ পদের বিপরীতে ৪৬ জন চিকিৎসক কর্মরত আছেন। মোট হিসাবে বিভাগে ১২৩৮ পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছে ৫৫০ জন শূন্য পদের সংখ্যা ৬৮৮টি।

বরিশাল স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী শেবাচিম হাসপাতাল বাদে বরিশাল বিভাগের ৬ জেলায় ১ হাজার ২৩৮ টি চিকিৎসকের পদ আছে। যার বিপরীতে বর্তমানে কর্মরত আছে মাত্র ৫৫০ জন। যা মোট পদের ৪৫ ভাগ।

তুহিন/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন