সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক লায়ন্স ক্লাবের অভিষেক

শুক্রবার, আগস্ট ৬, ২০২১

প্রিন্ট করুন
Pic l 1

চলমান ডেক্স: জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে গত শনিবার ৩১শে জুলাই ২০২১ নিউ ইয়র্ক লাগুয়ারদিয়া ম্যারিয়ট হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ৮ম বর্ষপূর্তি এবং নতুন ২০২১-২২ কার্যকরী কমিটির অভিষেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডগলাস এক্স আলেকজান্ডার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্ক-এর গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া, নিউ ইয়র্ক এস্টেট ডিস্ট্রিক্ট ৩৮-এর অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু, কুইন্স ডেপুটি ব্যুরো প্রেসিডেন্ট রহোন্ডা বিন্দা, নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৫ ডেমোক্রেটিক নমিনী শেখর কৃষ্ণান। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ, লায়ন  মোঃ নাসির উদ্দীন ও লায়ন মুহাম্মাদ সায়ীদ। ক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাইক

ভূঁইয়া, কনভেনার লায়ন রকি আলিয়ান, মেম্বার সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল, প্রধান সমন্বয়কারী লায়ন একেএমএ রশিদ, সমন্বয়কারী  লায়ন মুহাম্মদ আজাদ, ট্রেজারার লায়ন মশিউর রহমান মজুমদার, বাংলাদেশ সোসাইটি ইন্ক্ এর ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রাহিম হাওলাদার, আমেরিকান বাংলাদেশী সোসাইটির সভাপতি লায়ন মুহাম্মদ আলী, সহসভাপতি লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন এটর্নী মঈন চৌধূরী, লায়ন মোঃ রফিকুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ২০- আর ২ নিউ ইয়র্ক লায়ন রিকি ইটো, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শালোম জেমস রিয়েল এস্টেট ডেভেলপার ও বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, দিলীপ চাওহান, সৎ এশিয়ান এডভাইজার, নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ও বব্রুকলিন বিপি এরিক এডামস অফিস।
অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর বাংলাদেশ লায়ন্স ক্লাব নাজমুল আহসান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্কের মেধাদী সাই ও আমাদো সাই, মারিয়া সিয়েরা, নিউ ইয়র্ক জাপানীজ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট উশিনেরও তাকিটা, ফোবানা এর সম্মানিত চেয়ারম্যান মুহাম্মদ হোসেন খান, কার্যকরী সদস্য সচীব কাজী আজম, ফোবানা ২০১৯ এর সদস্য সচীব ফিরোজ আহমেদ ,বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, নিউইয়র্ক ফ্রেন্ডস সোসাইটির সভাপতি হাজি আব্দুল মান্নান, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, মামুন টিউটোরিয়াল এর সি ই ও লায়ন শেখ আল মামুন, প্যাসিফিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর সি ই ও লায়ন মুহাম্মদ খালেক, ডিপ্লোমা ফ্যাশন গ্রুপ এর সিইও আব্দুর দিলীপ, গ্লোবাল মাল্টি সার্ভিস এর সিইও তারেক হাসান খান, এলিয়ট মর্টগেজ এর সিইও মুহাম্মদ জন ফাহিম, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব ,বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম, আশা হোম কেয়ার এর সিইও ক্যাশ রহমান, শের ই বাংলা কৃষি বিশবিদ্যালয় এলামনাই এর প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান, টাইম টিভির সিইও মুহাম্মদ তাহের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,মেইন স্ট্রিম কমিউনিটি লিডার মোর্শেদ আলম, কমিউনিটি লিডার নাসির খান পল, ওয়ার্ল্ড হিউমান রাইটস এর প্রেসিডেন্ট শাহ শহিদুল হক এবং দেশী মিউজিক এর কর্ণধার মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে বিগত করোনা মহামারী সময়ে মানবতার কল্যানে বিশেষ অবদানের জন্য লায়ন আব্দুর রাহিম হাওলাদার, লায়ন মুহাম্মদ আলী, লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন আবেদা খানম, লায়ন মোহাম্মদ হাসান জিলানী ও লায়ন ডেইজি ইয়াসমিন এবং সৃষ্টিশীল লেখনীর জন্য লায়ন লিটু আনাম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ও বব্রুকলিন বিপি এরিক এডামস ও এসেম্ব্লিউওম্যান জেনিফার রাজকুমার এর পক্ষ থেকে ক্লাব অফিসারদের প্রোক্লামেশন ও সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন নুতুন প্রজন্মের আফারাহিম হক চৌধুরী এবং আফহাদ সামির চৌধুরী। প্লেজ অফ এলিজিয়ান্স পরিচালনা করেন সাবাহ বারী। লায়ন্স টোস্ট সম্পন্ন করেন সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট টিভি ব্যাক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক আশরাফ হাসান বুলবুল এবং আহবায়ক লায়ন রকি আলিয়ান,
সদ্য সাবেক সভাপতি লায়ন আসেফ বারী ও সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম।
বর্নাঢ্য এই আয়োজনের শেষ ভাগে জমকালো সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের খ্যাতনামা ও জনপ্রিয় শিল্পী লায়ন রায়ান তাজ ও প্রমি তাজ এবং লায়ন ডেইজি ইয়াসমিন। লায়ন্স ক্লাবের এই মিলন মেলায় আড়াই শতাধিক লায়ন্স ও সম্মানিত অতিথি অংশ গ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন