নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের কুমিল্লাবাসীদের সংগঠন ‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর ‘বার্ষিক বনভোজন-২০২১’ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। উত্তর আমেরিকার নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডের হেকসচার স্টেট পার্কে রোববার (১১ জুলাই) দিনব্যাপী বনভোজন উৎসব পরিণত হয় কুমিল্লাবাসীদের মিলনমেলায়।
বনভোজনের এ উৎসবে শুধুমাত্র ভোজন বিলাসীদের জন্য সুস্বাদু নানা খাবারই নয়, ছিল আনন্দ আড্ডার নানা আয়োজন। বর্ণাঢ়্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক কথামালা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন কণ্ঠ শিল্পী ইফাত, তানভীর শাহীন, আমানত ও সিজন। র্যাফেল ড্রতে গ্র্যান্ড পুরস্কার স্বর্ণের গহনা ছাড়াও ছিল প্রথম পুরস্কার নিউ ইয়র্ক টু ঢাকা-নিউ ইয়র্ক বিমান টিকেট, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ল্যাপটপসহ মোট ১২টি পুরস্কার। অন্য দিকে, মহিলাদের হাঁড়িভাঙ্গা ও বালিশ খেলা দারুণ উপভোগ করেন সবাই।
বনভোজন উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট কাজী তোফায়েল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন এটর্নি সোমা সাঈদ।
‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক আ স ম খালেদুর রহমানের (সবুজ) ও কার্যকরী সদস্য রেজাউল আব্দুল্লাহর সঞ্চালনায় স্মৃতিচারণমুলক কথামালায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আহমেদ।
আ স ম খালেদুর রহমান সবুজ জানান, আমাদের বনভোজনে প্রধান অতিথি থাকার কথা ছিল এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন এবং বনভোজনের সফলতা কামনা করেছেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবুনাথ চন্দ্র নাথ। বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এমদাদুল হক কামাল, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি, সাবেক ছাত্র নেতা আনোয়ারুল ইসলাম, অর্গানাইজেশন ফর এন্ট্রি হেট ক্রামের আহ্বায়ক সেলিম রেজা।
‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক এ বনভোজন আয়োজনের আহ্বায়ক ছিলেন মো. আবুল হোসেন, সদস্য সচিব তাছলিমা পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসিনা আক্তার, প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন চৌধুরী ও সমন্বয়কারী মো. আব্দুল মতিন।
আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি ও পৃষ্ঠপোষক ছিলেন কাজী আব্দুর রশিদ, মোফাজ্জল হোসেন, বশির আহমদ ও জাকির হোসেন স্বপন।
যাদের সার্বিক সহযোগিতায় এ বনভোজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন- মনিরুল আলম দিপু, আব্দুল্লাহ আল রেজা, আব্দুল আলীম মিয়া, সাইদুল ইসলাম রিয়াদ, মো. হাবিব উল্লাহ, আব্দুল কাইয়ুম মিয়াজী, মো. এইচআর ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, রাজন হাসান, শাহীন আলম, হাসিনা আক্তার, গোলাম সাঈদ সিজন, মো. ইব্রাহিম খলিল, আবু কাউছার, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, দীপক সাহা, রোমেল সরকার, সালাহ উদ্দিন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন