অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই দুর্ঘটনায় তারা ‘পুরোপুরি বিধ্বস্ত’।
১৭ বছর বয়সি বেন অস্টিন ছিলেন প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি অটোমেটিক বোলিং মেশিনের মুখোমুখি ছিলেন। হেলমেট পরা অবস্থায় বল মাথা ও গলার অংশে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।
ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুর খবরে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। তার মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক বিশাল ধাক্কা।’
ক্লাবটি আরও জানায়, বেন ছিলেন এক ‘তারকা ক্রিকেটার, দুর্দান্ত নেতা ও অসাধারণ এক মানুষ’।
ক্রিকেটে এমন মৃত্যু খুব বিরল। সর্বশেষ অস্ট্রেলিয়ায় বড় ধরনের এ ঘটনা ঘটে ২০১৪ সালে, যখন শেফিল্ড শিল্ডের এক ম্যাচে বলের আঘাতে মারা যান টেস্ট তারকা ফিলিপ হিউজ।
হিউজের মৃত্যু বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। তার পর থেকেই মাথা ও ঘাড়ের সুরক্ষা বাড়ানো হয় এবং চালু করা হয় নতুন কনকাশন প্রটোকল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন