চবি প্রতিনিধি: ষড়ঋতুর এই বাঙলায় প্রকৃতি তার রূপ বদল করে জানান দেয় ঋতুর পরিবর্তন। শীতের তীব্রতা শেষে শূন্যপাতার ডালপালাতে যখন নতুন কুড়ি উঁকি দিতে থাকে তখনই আঁচ করা যায় বসন্তের আগমনের। দিন বাড়ার সাথে সাথে প্রকৃতিও ভরে ওঠে সবুজের ছোয়ায়। যে দিকে তাকানো যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। তখন ধরে নেওয়া হয় বসন্ত এসে গেছে। বসন্তের বাংলার প্রকৃতি নিদারুণ রূপ নেয়। ফুলের চাদরে অপুর্ব হয়ে উঠে বাংলার আঙিনা।
“ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত”।বসন্তে ফুল ফোটা নিয়ে কবি সুভাশ মুখোপাধ্যায়ের মনে শঙ্কা থাকলেও পাহাড় ঘেরা সবুজের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সে শঙ্কা নেই। পাহাড়ী হরেক রকমের গাছের পাশাপাশি এখানে সোভা পায় বিভিন্ন রকমের ফুলের গাছ। কোথাও কৃষ্ণচূড়ায় রঙ্গিন হয়ে আছে নীল আকাশ আবার গাঁদা ফুলে হলুদ হয়ে গেছে সবুজ মাঠ। গাছে গাছে দুলছে শিমুল ফুল । শীতকে হার মানিয়ে দখিণা হাওয়ার গুঞ্জণও লেগেছে।সে হাওয়ায় দোলা লেগেছে সমগ্র ফুলে। চারদিক থেকে ভেসে আসছে ফুলের গন্ধ।
বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, একাডেমিক ভবন প্রাঙ্গণ এবং প্রত্যেক হলের ভেতরে ও বাইরেসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে গড়ে উঠেছে অনিন্দ্য সুন্দর ফুলের বাগান।
এসব বাগানে ফুটেছে নানা প্রকৃতির ফুল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বিভিন্ন ধরনের গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, আকাশি-সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, মোরগ ঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলিসহ নানান প্রজাতির ফুল।
নানান সব ফুল দেখে উচ্চশিত চবি শিক্ষার্থীরা।প্রাণিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, “এমনিতেই চবি ক্যাম্পাস অনেক সুন্দর।তার উপর বিভিন্ন রকমের ফুল এই সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করছে”।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মনসুর রবি বলেন,”বাংলার সবচেয়ে সুন্দর ঋতু হলো বসন্ত।আর বসন্তের সবচেয়ে বড় আকর্ষণ তার ফুল।চবি ক্যাম্পাসে সেই ফুলের সৌন্দর্য নিজ চোখে অবলোকন করা সত্যিই খুব আনন্দের”।
প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরের প্রয়োজনে বন্ধুবান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসে এই ক্যাম্পাসে। যেখানে প্রকৃতির মধ্যে যুক্ত হয়েছে এই সব ফুলের বাগান। এর মধ্যে নিজেকে ক্যামেরায় বন্দি না করলে চলেই না। চারদিক থেকে ভেসে আসে ক্যামেরার ক্লিক-ক্লিক শব্দ।
কেউ ব্যস্ত সেলফি তোলায়, আবার কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে দল বেধে ছবি তুলতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দেখতে স্বজনদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারণায় মুখরিত থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।
রাকিব/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন