শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

বাংলাদেশকে আরও ৬০ লাখ ডোজ করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: করোনা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদান সাড়ে ৪ কোটি ডোজ ছাড়াল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুদান দেশের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের জীবনরক্ষাকারী টিকাদান প্রচেষ্টা ত্বরান্বিত করতে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নই এবং আমাদের কাজ এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্র থেকে আরও অনেক কোটি টিকা আসার পথে রয়েছে এবং এখনও আমরা সবাই এই লড়াইয়ে সামিল।

এদিকে মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। যা গত ৫ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন