মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশকে আরো ৬২ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বাংলাদেশকে করোনা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফাইজারের আরও ৬২ লাখ ডোজ করোনার টিকা অনুদান দিয়েছে। এর ফলে সব মিলিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ এখন ৫ কোটি ছাড়িয়ে গেছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। 
২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষকে সম্পূর্ণরূপে টিকা দেওয়ার লক্ষ্য পূরণের জন্য জীবন রক্ষাকারী ভ্যাকসিন প্রদান করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ায়। 

প্রসঙ্গত, ২০২২ সালের মধ্যে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা বিশ্বব্যাপী অনুদানের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ওই অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশকেও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন