ঢাকা: মন খারাপ হলেও ছবির অফার ফিরিয়ে দিলেন মিম! বলিউড থেকে শুধু টলিউডের অভিনেতাদের কাছেই কাজের অফার আসছে এমনটা নয়। বরং বাংলাদেশের অভিনেত্রীদের কাছেও আসছে কাজের সুযোগ। ঈদের আগে এমনই এক সুযোগ আসে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের কাছে। তাও আবার বিশাল ভরদ্বাজের ছবিতে। কিন্তু সে অফার ফিরিয়ে দিলেন অভিনেত্রী। দেশের সম্মান রক্ষার্থেই নাকি তিনি এমনটা করেছেন।
ভারতীয় গণ মাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা বলেছে, ‘ঈদের আগে মিমের কাছে যে ইমেল আসে তাতে ‘খুফিয়া’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মত হিট ছবির আগে দর্শকদের উপহার দিয়েছেন বিশাল। কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময়ই মিম জানতে পারেন, সেটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি।’
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিম জানিয়েছেন, ‘আমার চরিত্রটি সম্পর্কে তখন তিনি বিস্তারিত জানান। গল্প পড়ার পর দেখি, বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরো কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি লেখা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কিছুর সঙ্গে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলি। তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দেই।’
বলিউডে কাজ করার ১০০ শতাংশ ইচ্ছে আছে মিমের। জানিয়েছেন, ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেত। এমনকী, বিশাল ভরদ্বাজের পরবর্তী কোন ছবিতে যদি তাকে সুযোগ দেওয়া হয় কখনো, তিনি রাজি হয়ে যাবেন। তবে এবার হল না। মনে একটা খারাপ লাগা তো আছেই, তবে নিরাশ হচ্ছেন না মিম।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন