শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ঐক্যর বিকল্প নেই

বুধবার, মে ১২, ২০২১

প্রিন্ট করুন
800x450 3 1
800×450 3 1

একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ফলে বাংলাদেশের গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ, সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে। সাধারণ মানুষেরও কোন নিরাপত্তা নেই। এ ভাবে একটি দেশ চলতে পারেনা। তাই সবাইকে সোচ্চার ও প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় যে কোন সময়, যে কারো উপর নির্যাতনের খড়ক নেমে আসতে পারে।সোমবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা কনফারেন্স হলে বাংলাদেশী রাইটার এন্ড জার্নালিষ্ট সোসাইটি অব নিউইয়র্ক এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
প্রবীন সাংবাদিক ও লেখক মঈনুদ্দিন নাসেরের সভাপতিত্বে সাংবাদিক ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কেও শিক্ষক ইমরান আনসারির পরিচালনায় দোয়া পরিচালনা করেন লেখক মুফতি মাওলানা ইসমাঈল।
সাংবাদিক নেতারা আরো বলেন, রমজান মাসে আলেম ওলামা নেতৃবৃন্দকে অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। সরকারের প্রতি এ সব অন্যায় কাজ বন্ধের আহবান জানান তারা। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠে বৈঠকে ।
এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান,নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন আহম্মেদ, আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, সাপ্তাহিক দেশ এর সম্পাদক মিজানুর রহমান, প্রকাশক মঞ্জুর হোসেইন, সাংবাদিক মিথুন কামাল, অধ্যাপক ও লেখক ড. ইব্রাহিম খলিল, কবি আবু সুফিয়ান, বিএনপি নেত্রী ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি নেত্রী রিতা রহমান, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, লেখিকা ও বেসরকারি সংস্থা ড্রামের অর্গানাইজিং ডাইরেক্টও কাজী ফৌজিয়া , সাংবাদিক এমদাদ দিপু প্রমূখ।
দোয়ার পূর্বে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত “কৃষকের ঈদ” কবিতাটি আবৃতি করেন বাঁচিক শিল্পী রুমাইসা আনসারি।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন