শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশে ভ্রমণ করার জন্য সেরা দশটি জায়গা কোথায়?

রবিবার, মে ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ঘুরতে যাওয়ার সম্ভাব্য স্থান এমন হওয়া উচিৎ; যেখানে গেলে গরমের কষ্ট থেকে কিঞ্চিৎ হলেও মুক্তি পাওয়া যাবে। সাধারণত এ গ্রীষ্মে ঘুরতে যাওয়ার কথা আসলে সমুদ্র বেছে নেয়া উচিত। এমনটা না যে সৈকতে গরম কম লাগে, বরং ওখানে গরম বেশী। কিন্তু এ গরমে পানিতে ঝাঁপাঝাপি করার মজাই আলাদা। এ ছাড়া যে কোন রিসোর্টে যাওয়া যেতে পারে, মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে ফিরে দিন কাটানো আর সুইমিংপুলে সাঁতার কেটে খুব ভাল সময় পার করতে যাবে। দেখা নেয়া যাক, বাংলাদেশে ভ্রমণ করার জন্য সেরা দশটি জায়গা কোথায় আছে।

মেরিন ড্রাইভ (কক্সবাজার):

কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা ধরে চলতে থাকবেন, এক পাশে সমুদ্র আর অন্যপাশে পাহাড়। আমার দেখা সেরা দৃশ্য।

নাফাখুম জলপ্রপাত (বান্দরবান): ছোটখাটো অভিযান শেষে যখন জলপ্রপাত দেখবেন, আপনার কষ্ট সার্থক। এখানে পৌঁছানোর আগেই অনেক কিছু দেখে ফেলবেন, চোখ জুড়িয়ে যাবে।

সুন্দরবন: এ বনের সৌন্দর্য শুধু ট্রলার নিয়ে এক চক্কর দিয়ে বোঝা অসম্ভব। একটু সময় নিয়ে ভাল করে ঘুরতে পারলে মুগ্ধ হতে বাধ্য।

লাউয়াছড়া জাতীয় উদ্যান (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। বনে জঙ্গলে যদি হারিয়ে যেতে চান কিংবা পুরোটাই প্রকৃতির স্বাদ চান; তবে আপনার জন্য আদর্শ জায়গা। জুতা-মোজা ভাল রে পরে নেবেন কিন্তু, জোঁকের বড্ড বেশি উৎপাত। জঙ্গলের ভিতর দিয়ে রেললাইন বেশ লাগবে, সাথে সাতরঙা চা পেয়ে যাবেন, খেতে বিচ্ছিরি হলেও দেখতে কিন্তু অসাধারণ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার):

শ্রীমঙ্গলের চা বাগান দেখে তো মন চাই হারিয়ে যেতে।

জাফলং (সিলেট):

এ জায়গাটিও অনেক পছন্দের। যাওয়ার পথ বেশ খারাপ, রোলারকোস্টারে ওঠার অভিজ্ঞতা পাওয়া যাবে। এখানকার হিমশীতল পানি, পাহাড়, মেঘ- দারুণ। তবে সিলেটে দেখার মত আছে অনেক জায়গা। বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল, ভোলাগঞ্জ- বলতে গেলে পুরো সিলেটটাই ঘুরে দেখা উচিৎ।

কুয়াকাটা (পটুয়াখালী):

সমুদ্রের সাথে সাথে পেয়ে যাবেন সূর্যাস্ত ও সূর্যোদয়ের অভূতপূর্ব দৃশ্য। শুধু সমুদ্র নয় ঘুরে দেখতে হবে ফাতরার বন, গঙ্গামতির জঙ্গল, লাল কাঁকড়া ইত্যাদি। অবশ্যই দুই দিন সময় নিয়ে ঘুরতে যাওয়া চাই।

খৈয়াছড়া ঝর্ণা (মিরসরাই, চট্টগ্রাম): যানবাহন ছেড়ে তিন কিলোমিটার হেঁটে, আঁকাবাঁকা রাস্তা, ৩/৪ টা পাহাড় পেরিয়ে অপরূপ ঝর্ণার দেখার পর- সে এক অন্যরকম অনুভূতি।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): পানাম সিটিতে গেলে ফিরে যাবেন পুরানো দিনে, সেই পুরনো ঘরবাড়ি। সাথে দেখে আসবেন লোকশিল্প জাদুঘর।

সেন্ট মার্টিন (কক্সবাজার):

একটু হিংসে করেই জায়গাটিকে শেষে ফেলে দিয়েছি, এখনো যাওয়া হয়নি যে। দ্বীপটির সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই।

বিএন.কোরা/সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন