নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: লাখো কবরের বাংলাদেশ সেমিট্রির পর এবার ‘বাংলাদেশ কমপ্লেক্স’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বৃহত্তর নোয়াখালি সমিতি ইউএসএর। ইতোমধ্যেই সমিতি আপস্টেট নিউইয়র্কের মিডলটাউনে বাংলাদেশ সেমিট্রির নামে লক্ষাধিক কবরের জন্য ২৬ একর যায়গা কিনেছে।
গত ১৬ ডিসেম্বর সম্পূর্ণ নগদে কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করে নোয়াখালি সমিতি।
এই প্রজেক্টের উদ্যোক্তা সচিব জাহিদ মিন্টু। তাকে সহায়তা করেন সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ ও তাজু মিয়া।
শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জাহেদ মিন্টু বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দেন। এতে কমিউনিটি সেন্টার, মসজিদ, লাইব্রেরি, ক্রিড়া ও বিনোদনের ব্যবস্থা থাকবে। কমিউনিটির জন্য সহজগম্য এমন একটি স্থানে তা করার চিন্তা রয়েছে। এটি হবে বৃহত্তর নোয়াখালি সমিতির পঞ্চম প্রজেক্ট। এছাড়া, সিটিতে একটি ফিউনারেল হোম প্রতিষ্ঠারও চেষ্টা চলছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টরেন্টে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, সাংবাদিক মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, তাজু মিয়া, শাহজাহান কবির, রফিকুল ভূঁইয়া, আবুল কালাম, মফিজুর রহমান, সালেহ আহমেদ চৌধুরী, গোলাম কিবরিয়া মিরন, আবুল মনসুর, রামেশ নাথ, জামাল উদ্দীন ও আবুল বাশার।
সংবাদ সম্মেলনে জাহেদ মিন্টু বলেন, ‘কমপ্লেক্স হবে নোয়াখালি সমিতির নামে।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন