বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন বুধবার

মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১

প্রিন্ট করুন
cricket board

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পরিচালনা পর্ষদ’র নির্বাচন বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এতে ৩০ জন প্রতিযোগী ২৩ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) প্রিজাইডিং অফিসার এসএম কবিরুল হাসান বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন।’

কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এ ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তী তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন, যাদের নির্দেশনায় আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালনা করবেন।

বাসস জানায়, বোর্ড এ মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন। কমিশনের অন্য সদস্যরা হলেন ওমর ফারুক, মুদ্দাসির হোসেন, বিসিবির আইনি উপদেষ্টা, একরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নির্বাচনের জন্য ১৭১ জন কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে এবং তারা ক্যাটাগরি- এক (বিভাগ ও জেলা) থেকে দশ জন পরিচালক, ক্যাটাগরি-দুই (ডিভিশন ঢাকা লীগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-তিন থেকে একজন পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ও সরকারি সংস্থা) নির্বাচন করবেন।

ক্যাটাগরি-এক থেকে মোট আটজন পরিচালক ইতিমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা প্রধানত বাকি ১৫ জন পরিচালককে নির্বাচন করবেন।
ক্যাটাগরি-দুই থেকে ১২ জন পরিচালক পদে মোট ১৬ জন এবং একজন পরিচালক পদের জন্য ক্যাটাগরি- তিন থেকে দুইজন প্রতিন্দ্বন্দিতা করবেন।

বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্যাটাগরি-দুই থেকে প্রতিন্দ্বন্দীতা করবেন।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন