রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ ল সোসাইটির নতুন সভাপতি নাসির; সাধারণ সম্পাদক জুনেল

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 47 1

নিউইয়র্ক: বাংলাদেশ ল’ সোসাইটি ইএসএ ইনকের ২০২২-২০২৩ নির্বাচন শনিবার (১৮ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবুল কে আজাদ তালুকদার, নির্বাচন কমিশনার এডভোকেট সুলতানা জামান ও এডভোকেট মো ইমাম উদ্দিন সেলিম। নির্বাচনে ছিল ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ।

সংগঠনের সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন। তার কাছের প্রতিদ্বন্দ্বী এম মতিউর রহমান পেয়েছেন ৪৭ ভোট। সহ সভাপতি পদে এডভোকেট আব্দুল ওয়াহিদ ও এডভোকেট রুবিনা মান্নান প্রত্যেকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও এডভোকেট মাহাবুবার রহমান বকুল। তারা ৩৭ ভোট করে পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছে প্রতিদন্দ্বী এডভোকেট মো. আব্দুর রশিদ পেয়েছেন ৪৪ ভোট।

বাকী পদগুলোতে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন যুগ্ম সম্পাদক এডভোকেট মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট পর্না ইয়াসমিন, কোষাধ্যক্ষ এডভোকেট মো. মাহবুব আলম, দপ্তর সম্পাদক এডভোকেট সৈয়দ আজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রকাশনা সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ব্যারিস্টার আকমাম খান। এ ছাড়া কার্য্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন এডভোকেট সুফিয়ান চৌধুরী, এডভোকেট এমএম নুরুজ্জামান ও এডভোকেট লুৎফর রহমান।

কার্যকরী সদস্য সংখ্যা মোট চার জন। একজনের মনোয়ন পত্র বাতিল হওয়ায় ও অন্য কোন প্রার্থী না থাকায় তিন জন নির্বাচিত হয়েছেন। পরবর্তী কার্যকরী কমিটি এ পদ পূরণে জন্য সিদ্ধান্ত নিবেন।

নির্বাচন শেষে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ল’ সোসাইটিকে উত্তোরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে প্রত্যাশা প্রকাশ করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন