বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দেকে লাল গালিচা সংবর্ধনা জালালাবাদ এসোসিয়েশনের

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ সোসাইটির নতুন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকেক লাল গালিচা সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক।

সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান ট্যারেস পার্টি সেন্টারে এ সংবর্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সিলেটবাসী ও কমিউনিটির গণ্যমান্য প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উপদেষ্টা সদস্য মো. হারুন মিয়া। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জালালাবাদ এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বদরুল হোসেন খান। উপস্থিত ছিলেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ সোসাইটির নতুন নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এমএম শাহীন, সেলিম -আলী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য বদরুন নাহার খান মিতা, ছদরুন নুর, সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রহিম চুনই, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা সদস্য আজিমুর রহমান বোরহান প্রমুখ।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন