বুধবার, ৩০ জুলাই ২০২৫

শিরোনাম

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এম আজিজের ছেলে আন্নাফি আজিজ

বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্কের লং আইল্যান্ডে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা এম আজিজের ছোট ছেলে আন্নাফি আজিজ (বয়স ১২)।

গত ৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ডের গ্লেন কোভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোটরবাইকে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হলে আন্নাফির সামনের দাঁত ভেঙে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পান। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে দ্রুত লং আইল্যান্ড জিউইশ মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর টানা ৭২ ঘণ্টা আন্নাফি আজিজ অচেতন ছিলেন। বর্তমানে তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার সময় তার বাবা এম আজিজ বাংলাদেশে অবস্থান করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রে রওনা দেন এবং বর্তমানে ছেলের পাশে অবস্থান করছেন।

প্রসঙ্গত, এম আজিজ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তিনি ইউর ড্রিম হোম কেয়ার এবং এনওয়াই হোম কেয়ার-এর সিইও ও প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকে আন্নাফির দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা দিচ্ছেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন