শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

বাইডেনের ৫ বছর বাঁচা নিয়ে সংশয় প্রকাশ করলেন নিকি হ্যালি

শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ৫ বছর বাঁচবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি।

বুধবার (২৬ এপ্রিল) বিপক্ষ ডেমোক্রেটিক দলের ৮০ বছর বয়সি বাইডেনকে নিয়ে প্রকাশ্যেই এ মন্তব্য করেন ৫১ বছর বয়সি নিকি। তিনি এমন সময় মন্তব্য করলেন যখন বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করলেন।

নিকি বলেন, বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এতে করে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, বাইডেনকে ভোট দেওয়া মানে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা। কেননা বাইডেন ৮৬ বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে আমার মনে হয় না।

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকির এ মন্তব্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি এন্ড্রু বেটস বলেন, আপনারা জানেন যে ওয়াইট হাউস থেকে নির্বাচনি ক্যাম্পেইন সম্পর্কে সরাসরি মন্তব্য করা হয় না। কিন্তু সত্যি বলতে, নিকি যে মনোনয়নপ্রত্যাশী, সেটি আমি ভুলেই গিয়েছিলাম।

নিজের বয়স সম্পর্কে বলতে গিয়ে বাইডেন বলেন, বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার আগে এ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভেবেছি। আমি আসলেই ভালো বোধ করছি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন