শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাইডেন সরে গেলে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন কে?

রবিবার, এপ্রিল ৯, ২০২৩

প্রিন্ট করুন
যৌন হয়রানির ঘটনায় নিউইয়র্ক গভর্নরের পদত্যাগ করা উচিৎ বাইডেন 1

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন (৮০)। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিছুদিন জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন বাইডেন। তবে এই জনপ্রিয়তায় ছেদ পড়তে বেশিদিন লাগেনি। বর্তমানে বাইডেনের জনপ্রিয়তা ৪০ শতাংশেরও নিচে। এমন অনাহূত পরিবেশে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে সংশয় জন্মেছে।

যদিও বাইডেনের ঘনিষ্ঠজনেরা জোর দিয়ে বলছেন, নির্বাচনি প্রচারণা শুরু হবে শিগগিরই। কিন্তু বাইডেন নিজে এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন বলে দৃশ্যত মনে হচ্ছে না।

জনমত জরিপগুলো বলছে, বাইডেনে অনীহা বাড়ছে ভোটারদের। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই বলছেন, বাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী হবেন না। বাইডেন যদি সত্যি সত্যিই না দাঁড়ান তা হলে কী হবে পরিস্থিতি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীদের মধ্যে যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন-

ম্যারিয়েন উইলিয়ামসন, রবার্ট এফ কেনেডি জুনিয়র, কমলা হ্যারিস, গ্যাভিন নিউসম, বার্নি স্যান্ডার্স।

এদের সবাই হেভিওয়েট প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে। অনেকে ২০২৪ সালের নির্বাচনের লড়তে দলের মনোনয়ন চেয়েছেন এবং মার্চ মাস থেকে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন। আবার কেউবা এপ্রিলের পর থেকে প্রচারাভিযান শুরু করবেন বলে ঘোষণা করেছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন