বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ায় অস্ত্রসহ এক পাহাড়ি যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টায় তাকে আটক করা হয়।
আটককৃত ওই যুবকের নাম অংছিং থোয়াই মারমা (২৫)। তিনি লামা উপজেলার অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মারমার ছেলে।
জানা গেছে, ওই যুবক মদ্যপ অবস্থায় অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছিলো। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে একটি দেশীয় অস্ত্রসহ পাহাড়ি যুবকটিকে আটক করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফাইতং এ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজন কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।এ ব্যপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজিজ/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন