শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

বান্দরবানে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা

শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম আবু পাড়ায় জুম চাষের জমি নিয়ে বিরোধের জের ধরে পাড়ার প্রধান (কারবারি) লেং রুই ম্রো (৬০) এবং তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্ববৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুম চাষের জমি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে একটি শালিশ বসে। এতে কারবারির সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে গ্রামের বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের দা দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লেং রুই ম্রো (কারবারি) এবং তার বড় ছেলে রুই থুই ম্রো (৪৫)। গুরুতর আহত কারবারির অপর ৩ ছেলে লেং রুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫) পরে মারা যান বলে জানতে পেরেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন