শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

বান্দো ডিজাইনকে হারিয়ে ‘বিজিএমইএ কাপ ২০২১’ জয় এপিলিয়ন গ্রুপের

শনিবার, মার্চ ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ‘বিজিএমইএ কাপ ২০২১’ এর ফাইনালে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে এপিলিয়ন গ্রুপ। শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম মুর্শেদী ও মো, আতিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এসএম. মান্নান কচি, সহ সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ সভাপতি মো. নাসির উদ্দিন, বিইউএফটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন।

নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৩-১ গোলে এপিলিয়ন গ্রুপ জয়ী হয়। ফাইনাল ম্যাচে এপিলিয়ন গ্রুপের মনসুর ম্যান অব দ্যা ফাইনাল হন এবং একই দলের রাজু টুনামেন্টের শ্রেষ্ঠ গোল রক্ষক এবং রিন্ট মোস্ট ভ্যালুঅ্যাবল খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। টুনামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বান্দো ডিজাইনের মৃদুল।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারী উত্তরা কল্যাণ সমিতির মাঠে বিজিএমইএ এর উদ্যোগে সদসভূক্ত কারখানাগুলোর অংশগ্রহণে ‘বিজিএমইএ কাপ-২০২১’ খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। চ্যাম্পিয়ানসহ নয়টি দলকে পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে বাংলাদেশের ১৬টি পোশাক প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হল- ফকির ফ্যাশনস লিমিটেড, টিম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, সেতারা গ্রুপ, সায়েম গ্রুপ, মোশারফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেড, স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, লায়লা গ্রুপ, অ্যাপারেলস ভিলেজ লিমিটেড, কমফিট বাই ইউথ গ্রুপ, স্টার্লিং গ্রুপ, অ্যাপারেল ইন্ডাষ্ট্রি, টর্ক ফ্যাশনস, টুসুকা গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেড।

টুর্নামেন্ট আয়োজনে স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে শেলটেক সিরামিকস এবং কো- স্পন্সর ছিল অ্যাবা গ্রুপ, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), টুয়েলভ ক্লোদিং, ঊর্মি গ্রুপ, ফোর এইচ গ্রুপ ও এপিক গ্রুপ সহযোগিতা করছে।

টি স্পর্টস সম্প্রচার পার্টনার ও উত্তরা সেক্টর চার কল্যাণ সমিতি ভেনু  পার্টনার, রেস ইন্টারনেট পার্টনার, সিবিএলমুনচি গিফট পার্টনার ও মুভমেন্ট সলিউশনস বিডি ফিটনেস পার্টনার হিসেবে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন